সৌরভ ভট্টাচার্য
27 September 2018
সুপ্রিমকোর্ট পরকীয়াকে বৈধ ঘোষণা করেনি। শুধু শাস্তির আইনি ব্যবস্থাটা তুলে নিয়েছে। তা বাপু আর কদ্দিন পুলিশের ভয়ে নীতিবান থাকবে? নীতিগতভাবেও তো সাবালক হতে হবে নাকি? নাকি 'অমন করলেই জুজুবুড়ি ধরবে' এই ভয়ে ভয়ে মরতে হবে। নিজের কমিটমেন্ট, বিবেক, স্বচ্ছ-চরিত্রের দায় এবার না হয় নিজেই নিই আমরা। আর যাদের না পোষায় বিচ্ছেদের পথ তো রইলই। কিন্তু তা বলে 'ধরে বেঁধে পিরীত' কি আর হয়?
অবশ্যই সাহসী পদক্ষেপ সুপ্রিমকোর্টের।