Skip to main content


        শান্তই থাকো। ঝড়ে ঝোড়ো কাক হয়ে লাভ নেই বুঝলে। শুনেছি নাকি বালিঝড় থেকে বাঁচার জন্যেই উটের অমন লম্বা লম্বা পলক।
        শান্তই থাকো। খারাপ কথাগুলো ভুলে যাওয়ার চেষ্টাই করি, বুঝলে। শুনেছি ঈগল নাকি নিজেকে বাঁচিয়ে তোলার জন্য নিজের পালক ছিঁড়ে ফেলে, ঠোঁট পাথরে ঠুকে ভাঙে। তারপর নতুন পালক গজায়, ঠোঁট জন্মায় নতুন করে, আবার আকাশে ওড়ে।
        ওরা বড় হোক। বিখ্যাত হোক। তোমার আমার এই ভিড়ের বাজারে গিয়ে লাভ নেই বুঝলে। শুনেছি নাকি দীঘির উপরের জল বরফ হলেও মাছ বেঁচে থাকে তবু অন্তরালে, অমন ঠাণ্ডায়।

আমরা পারব না?!