Skip to main content
 
- নাচছে না কেন?
- কেন নাচব?
- বা রে, এতবড় মিউজিক সিস্টেম চলছে শুনছেন না?... কালা?
 
 বাতাস কানের পাশ দিয়ে বেরিয়ে গেল
         হু... হু
 
- ফুর্তি করবেন?
- মানে?
- বা রে, চারদিকে এত সেজেগুজে সব দাঁড়িয়ে আছে, কানা?
 
    খালি পা, দুটো ছোটো পা হেঁটে যাচ্ছে
            গুটি... গুটি
 
- রেডি?
- কেন?
- এবার যে আপনার পালা, স্টেজ রেডি..তাকিয়ে আছে সবাই, মেক-আপ? ও ক্যাজুয়াল? চলবে..আসুন? পঙ্গু?
 
  আমার হাঁটা পায়ে ভিজে মাটির প্রলেপ
       মাখা মাখি
 
- কবে ফিরছেন?
- বুঝলাম না
- বৈদ্যুতিক চুল্লী, ফিরে যান, কিসের অপেক্ষায়? কি খুঁজছেন, মানুষ? বইয়ের পাতা?... মিলিয়ে যান... জীবিত লাশ..
 
   আমার শ্বাসবায়ুরা খোলা মাঠে ছোঁয়াছুঁয়ি খেলছে
       সাই... সাই...

Category