Skip to main content

তুমি সুন্দর

চোখের আড়ালে তুমি সুন্দর

চোখের নাগালে তুমি সুন্দর

গাছের ফাঁকে রোদের খেলার মত
  কাজের ফাঁকে মানসভূমিতে -
    তোমার আসা-যাওয়া - সুন্দর

অতৃপ্ত ইচ্ছামুকুলদের ভূমিশয্যা সুন্দর

তোমায় ঘেরা স্বপ্নদের অপেক্ষাটা সুন্দর

স্বপ্নভাঙার শিশিরপাতের মত ব্যথারাও সুন্দর

দিনান্তে
   সব পাওয়া - না পাওয়ার হিসাব শেষে
শুধু তুমি বাকি থাকো,
অবশেষে সব তাই অবশেষটুকুও সুন্দর
       আমাকে নিয়ে তুমি 
          আমাকে বাদ দিয়েও তুমি-

              সুন্দর!

(ছবিঃ ইমন হালদার)

Category