সৌরভ ভট্টাচার্য
30 July 2014
বুকের মধ্যে সুখের নুড়ি জড়ো করতে লাগলাম
কখন তৈরি হল বাঁধ
আনন্দের স্রোত গেল থমকে
ভ্রুক্ষেপও করলাম না,
মত্ত হলাম আরো নুড়ি কুড়াতে।
ক্রমে বাঁধে জমল শ্যাওলা, জলে হল পোকা,
দুর্গন্ধে গা উঠল গুলিয়ে,মন উঠল বিষিয়ে।
কাতর হলাম, বললাম "বাঁচাও!"
তুমি আসলে।
সব নুড়ি টান মেরে ফেলে দিলে একসাথে,
বুকে বাজল,
সহ্য করলাম নীরবে।
ওই! আনন্দের স্রোত আবার বইছে কুলকুল করে,
আ: মুক্তি!
আর চাইব না নুড়ি,
তুমিই সুখ, পরমানন্দ!