Skip to main content

পারিজাতের রেণু লাগা সুখ
                  চাইনি তো
তুলোয় ভাসা বাসন্তী সুখ
               তাও চাইনি
মোমের মত নরম সুখের আস্তরণ
চাইনি   চাইনি   চাইনি

চেয়েছি
  হাঁটতে পায়ে ধুলো লাগা সুখ
  শিশিরভেজা ঘাস ছোঁয়া সুখ
আর খুব বড়জোর
  মেঘের বুকে রামধনু দেখা সুখ

Category