Skip to main content

সুখ খুঁজে মন জনম গেল 
       হেঁটে বেড়াস কানাগলি
কি সুখে সব সুখ খোয়ালি
         নিজেই নিজের চোরাবালি

ডুব দে রে মন মাঝপুকুরে
      জলে ছায়ার মায়া ছাড়
লাগবে মাটি পায়ের তলায়
      মন একডুবেতে ছারখার

তারপরেতে দে না সাঁতার
     এ পার ও পার যে পার যা
যে ডুবেছে সেই জেনেছে
     শূন্য ঘরের এসব ছা

Category