সৌরভ ভট্টাচার্য
3 December 2015
সুখ খুঁজে মন জনম গেল
হেঁটে বেড়াস কানাগলি
কি সুখে সব সুখ খোয়ালি
নিজেই নিজের চোরাবালি
ডুব দে রে মন মাঝপুকুরে
জলে ছায়ার মায়া ছাড়
লাগবে মাটি পায়ের তলায়
মন একডুবেতে ছারখার
তারপরেতে দে না সাঁতার
এ পার ও পার যে পার যা
যে ডুবেছে সেই জেনেছে
শূন্য ঘরের এসব ছা