সৌরভ ভট্টাচার্য
28 February 2022
সুখ অল্প অল্প হেঁটে সত্যকে বলল, কোলে নাও।
সত্য বলল সঙ্গে যাবে যদি নিজের পায়ে হাঁটো।
সুখ কাঁদতে বসল। তার চোখের জলে ধারায় নদী হল। সে নদীর স্রোতে রাতের তারা, পলাশের রঙ, আকাশের নীল সব এমন স্পষ্ট ফুটে ফুটে উঠল, যেন সব তার হাতের মুঠোয়।
মিথ্যা বসন্তের প্রকৃতি রঙ করছিল। হাত ঝেড়ে এসে বলল, এসো, আমি কোলে নিয়ে যাব। কিন্তু শর্ত একটাই, আমি যেদিকে যাব, তোমাকেও সেদিকেই যেতে হবে।
সুখ বলল, আচ্ছা। বিশ্বাস করল না। সে জানে মিথ্যা এসেছে তারা আর পলাশের আলো আর রঙকে কুক্ষিগত করবে বলে। তবু তারা দুজন একসঙ্গে হাঁটতে হাঁটতে যুগ যুগান্তর পেরিয়ে গেল। তাদের পায়ের ছাপে ছাপে জমল কালের রুদ্ধ জল, তার নাম হল ছলনা।