Skip to main content

আনন্দ আর সুখের পার্থক্যটা হল খোলা হাওয়া আর পাখার হাওয়ার মত।
 
পাখার হাওয়া পেতে আমার কিছু শর্ত আছে। একটা ঘর চাই, পাখা চাই, তার চাই, সুইচ চাই, সর্বোপরি বিদ্যুৎ চাই। তবে গিয়ে পাখার হাওয়া।
 
শুধু তাই না। পাখার নীচে যদি কেউ বসে, তাকে তাড়াবার কৌশলও ভাবতে হয়। সুখ এমন ধারাই। অন্যকে তাড়াতে চায়। না হলে তার নিজের ভাগে কম পড়ে।
 
আনন্দ খোলা মাঠের হাওয়ার মত। আমাকে যে করেই হোক মাঠে গিয়ে দাঁড়ালেই হবে, আমার ক্ষুদ্র গন্ডী ছাড়িয়ে। দু'হাত ছড়িয়ে খোলা হাওয়ায় তবেই বলতে পারব- আঃ বাঁচা গেল, কি বাঁধনেই না নিজেকে বেঁধেছিলুম!
 
খোলা মাঠে 'পর' বলে কেউ হয় না। সেখানে অনেকের সাথে আনন্দের উপভোগটাই বরং বাড়ে।
সংসারে পাখার হাওয়া পাওয়াটা ভাগ্য হতে পারে, কিন্তু মাঠের হাওয়াটা আমার জন্মগত অধিকার। তাই সুখের সাথে, সুখ হারাবার ভয়ও আসে, আনন্দের সাথে আসে অভয়!