Skip to main content

 

আজ যাদের যাদের পলিগ্রাফ টেস্ট হচ্ছে, তাদের একজনের নাম নাকি সৌরভ ভট্টাচার্য! হা ঈশ্বর! এটা কোনো কথা! এমন কলঙ্কিত নাম নিয়ে আজীবন থাকতে হবে! তবে চারদিকে যা চলছে, একের পর যা সব ঘটনা ঘটছে চারদিকে, কোনো পুরুষের নাম না রাখাই ভালো নিজের আর। শরৎচন্দ্র নিজের নাম 'অনিলা দেবী' রেখেছিলেন না? ওরকমই একটা নাম নিজের রাখব ভাবছি। এখন থেকে সব লেখার নীচে ওই নামটাই রাখব না হয়। ভাবছি "সুজাতা দেবী" রাখব। নামটা লিখলেই বুদ্ধের কথা মনে পড়বে। এই না হয় হোক আমার জ্ঞাত ছদ্ম নাম!

- ইতি সুজাতা দেবী