Skip to main content

বসবার জন্য একটা নরম গদি পাতি চেয়ারে। শোয়ার জন্য নরম গদি পাতি খাটে। পোশাক কেনার সময়েও দেখি - soft তো?
কেন?
কারণ জানি, যে নরম, সে অনেকটা চাপ নিতে পারে বিনা অভিযোগে।

তাই আশেপাশে একটা নরম মানুষও খুঁজি। কথাটা কি লজ্জার? মোটেও না। রবীন্দ্রনাথ বলছেন, ঘাসের নরম সজ্জা সম্ভব কারণ তার নীচে আছে শক্ত মাটি। তাই পা ফেলে অমন আরাম। ঘাস সে চাপ সহ্য করে নিতে পারে। 

সংসারে এমন কিছু মানুষ আজও আছেন বলেই কিছুটা শান্তি এখনও টিকে আছে। তাঁদের সে ক্ষমতার কাছে নত না হয়ে পারি না। নিজের ভিতরে নিজের সাথে খুব গভীর একটা বোঝাপড়া না থাকলে, এমন নির্বিকার চিত্তে সহনশীল হয়ে ওঠাটা শক্ত। 
তাই ধরিত্রী সর্বসহা হলেন। মা হলেন। ঈশ্বরকে বন্ধুরূপে দেখার কথা এলো - সুহৃদং সর্বভূতেষু। গুরুও হলেন প্রসন্নাত্মা। তবেই টিকে থাকাটা কিঞ্চিৎ সহজ হল।