Skip to main content

শুধু আমিই নই
     তুমিও তো অসহায়ের মত দাঁড়িয়েছো
                     আমার সামনে কতবার

শুধু তুমিই আমার বাড়ির দরজা এড়িয়ে যাওনি
      আমিও তো এড়িয়ে গেছি
              মন্দিরের দরজা অনেকবার