সৌরভ ভট্টাচার্য
10 August 2016
কিছু বোলো না
মুখের ওপর পড়ে থাকা চুলগুলো সরাও
তাকাও আমার দিকে
হাতটা আলগা করো
চুপ করে বোসো
আমার আঙ্গুলে
তোমার আঙ্গুল আলগোছে রেখে।
সন্ধ্যার নিভৃত ঝর্ণার পাশে
ঝিঁঝিঁ'র ডাক থাকুক গোপন উন্মুখ সুখে
তুমি, শুধু তুমি জেগে থাকো
একটা শুভ্র কাঞ্চনজঙ্ঘা হয়ে
আমার নীলাকাশ ছাওয়া বুকে।