সৌরভ ভট্টাচার্য
29 September 2016
ধুলো শুধুই ধুলো হত
যদি তোমার পা না ছুঁতো মাটি
বাতাস শুধু বাতাস হত
যদি তোমার শ্বাসে না পেত বাস
আলো শুধু আলো হত
যদি তাতে চোখ না মেলতে চেয়ে
জল শুধু জল হত
যদি তোমার তৃষ্ণাকে রাখত তৃষ্ণার্ত
আকাশ শুধু আকাশ হত
যদি তোমার আভাস না পেতাম নীলে
আমি শুধু মরু হতাম
যদি তুমি বইতে না বুক চিরে