Skip to main content

অনবরত হাওয়ায় দুলতে দুলতে ফুলটা অবশেষে মাটিটা ছুঁয়েই ফেলল। তখন শেষ রাত্তির। শুকতারার গুনগুন শোনা যাচ্ছে কান পাতলেই। 
লাল পাপড়িতে কাদা লেগে শূন্যে উঠে গেল - হুস!!!

আকাশের দিকে কাদালাগা শরীরটাকে বাড়িয়ে ফুল বলল, ছোঁও। 
আকাশ ছুঁলো। নির্দ্বিধায় ছুঁলো। 
বাতাসকে বলল, ছোঁ দেখি-
বাতাসও ছুঁলো। বিনা সঙ্কোচে ছুঁলো।

ভোরবেলায় পুরোহিত এসে বলল, ছিঃ, এ যে কাদায় মলিন, ঠাকুর সেবায় লাগাবে কি করে?

সে কথা কানে গেল ভ্রমরের, সে তখন দুটো পা কাদায় ডুবিয়ে মধু পান করছিল প্রাণভরে
 সে হাসল, হাঃ...হাঃ...হাঃ...

পুরোহিত বলল, অর্বাচীন!

Category