Skip to main content
 
কড়া নাড়া শুনে বাইরে এলাম। কেউ নেই কোত্থাও। দরজাটা বন্ধ করে পাপোশটায় চোখ পড়ল। ধুলোয় ধুলো। এত ধুলো তো ছিল না। আবার কড়া নাড়ার শব্দ। খুললাম। ঘুটঘুটে অন্ধকার। দরজা বন্ধ করলাম। পাপোশটা নেই। ধুলোও নেই। আবার কড়া নাড়ার আওয়াজ।
      দরজাটা খোলা। বাইরেটায় ঘুটঘুটে অন্ধকার। বৃষ্টির আওয়াজ। ঝিঁঝি ডেকে চলেছে একঘেয়ে। একটা মোটা কালো বেড়াল পাপোশে বসে। লাল চোখ। পাঠকের দিকে তাকিয়ে। শুভ রাত্রি।