সৌরভ ভট্টাচার্য
4 September 2018
ক্রমশ তুমি প্রস্তরীভূত হচ্ছ
তোমার নাক, চোখ, কান, হৃদয়, মস্তিষ্ক
ক্রমশ পাথর হয়ে উঠছে
তুমি হাওয়ায় নড়ো না
আগুনে পোড়ো না
জলে ভেজো না অন্তঃস্থল অবধি
তুমি অনড়
তুমি অচল
বোধি পাওনি,
পেয়েছ স্থবিরত্ব
সময় পাথর হয় না
সময় পাথর গুঁড়িয়ে দিতে বলে
বাতাসের কানে ফিসফিস করে
তুমি শুনতে পাচ্ছ না
আমরা পাচ্ছি