Skip to main content

ফিরে আসার পর কি কি মনে থাকে?

মোড় আর গলি
গোছানো কিম্বা অগোছালো ঘর
সদ্য রান্না শেষ হওয়া রান্নাঘর 
বাজারদোকান, যানজট
কিছু হাসি, কিছু ছলছল চোখ
কিছু উদাসীন গাল, কিছু অত্যুৎসাহী ঠোঁট

পাহাড়, নদী, সমুদ্র?

আর দূর ছাই…
সে সবে কি আর মানুষের গন্ধ থাকে?
স্বর্গ, নরক, ধরাধাম 
     যাই বলো ভাই
মানুষ অবশেষে 
    মানুষের গন্ধ মেখেই বাঁচে!

যতই হাঁটি, যতই ঘুরি
গলির পর গলি
মোড়ের পর মোড়
মানুষে মানুষে
ঠেকাঠেকি খেলা
ছোঁয়াছুঁয়িতেই চিত্তঘোর
রাজপথও হাঁফ ছেড়ে বাঁচে
  অবেশেষে মিলে গলিতে, পাড়ায়
     সব যাত্রা সমে এসে মেলে
    একটা শান্ত নীড়ের দোরগোড়ায়

Category