সৌরভ ভট্টাচার্য
27 January 2017
শুনেছি নদী তার সমস্ত পথের সঞ্চয় নুড়ি-পাথর-মাটিকণা শেষ পথে নিয়ে এসে নিজের স্রোতকে নিজেই দুর্বল করে তোলে। মোহনায় নিজের চলার পথ নিজের সঞ্চয়ের ভারেই রোধ করে ফেলে প্রায়।
ভাবনা হয়, মনের মধ্যে যা সঞ্চিত হচ্ছে প্রতিদিন, তা যদি মনের স্রোতকেই কোনোদিন ক্ষীণ করে তোলে?
তাই ভাবি প্রতিদিনের সঞ্চয়কে প্রতিদিনই ভাসিয়ে দিয়ে যাই। তা শুভই হোক চাই অশুভ। ব্যর্থতা হোক কিম্বা সফলতা। সুখ-সম্মান হোক অথবা দুঃখ- অপমান। প্রতিদিনের সাথেই তা হারিয়ে যাক।
মন ভারমুক্ত এগোক। তীর্থযাত্রার মত। যে চলা পুরোনোকে ক্ষয় করে। প্রতিক্ষণে নতুন হয়ে।