Skip to main content

নদীর স্রোতে পা ডোবাতো
    মাথা ভিজিয়ে স্নান করত
তার উছ্বল স্রোতের সুরে গান গাইত

ভালোই ছিল
   কে বলল, ওকে ঘড়ায় যদি বাঁধতে পারিস
       তবে ও চিরকালের তোর!

সে ঘড়ার জলে নদী বাঁধতে চাইল
  ঘড়া ভরা জল ঘরের কোণে রাখল

দিন গেল -
তার না ডুবল পা
   না হল স্নান
না এল গান
শুধু জমল -
     শ্যাওলা শ্যাওলা আর শ্যাওলা

   অবশেষে সে ঘড়া নিয়ে নদীর কাছে এলো
      ঘড়ার সীমানা ভাঙল
    তার বুকের ভিতর থেকে পাথর সরে ঝাঁপিয়ে পড়ল নদী, তার দু'গাল বেয়ে।

      সে নিজেকে হারিয়ে
             নিজেকে পেলো

Category