Skip to main content

স্পষ্ট তাকিয়েছিলাম
স্পষ্ট তাকালে তুমিও

স্পষ্ট কথা বললাম
স্পষ্ট কথাগুলো তোমারও

রেস্টুরেন্টের খাওয়ার বিল
সংশয় নেই, স্পষ্ট হিসাব
মিটিয়ে উঠলাম
উঠে দাঁড়ালে তুমিও

তাড়া আছে
তাড়া তো আছে তোমারও

তবু কেন যেন বেয়াড়া কষ্ট
বুক তো চিরছে তোমারও

একলা গাড়িতে
একলা গাড়িতে তুমিও
স্পষ্ট গন্তব্য, চেনা কলকাতা
আমি হারাব না
হারাবে না তো তুমিও

অস্পষ্ট চিঠি
আধখোলা খাম
খুলতে চাইছি
খুলতে চাইছ তুমিও

Category