Skip to main content
কে নাকি বলেছিল, সাজো।
তাই সারাদিন ও সাজল।
বেলা গেল, মাস গড়িয়ে বছর গেল।
সে এসে বলল, "হয় নি।মুছে ফেল।"
সারাদিন ও মুছল।
বেলা গেল, মাস গড়িয়ে বছর হল।
সে আসল না।
এখন ও সারাদিন সাজের বাক্স আর মোছার জল নিয়ে বসে থাকে।
সবার কাছে জানতে চায়, "কি করব?
মোছা হয়েছে, না কি আবার সাজব?"
 
কেউ বলে সাজ, কেউ বলে মোছো আরো,
আবার কেউ বলে, ভোলো।

সেদিন এক বৌদ্ধ ভিক্ষুক আসলেন।
ও তাঁর কাছেও জানতে চাইল,
"মুছব না সাজব?"
তিনি হাসলেন।
বললেন, "সাজো, তবে নিজের রঙে।"
সে বলল, "মানে?"
ভিক্ষুক বললেন, "গাছ যেমন সবুজ
আকাশ যেমন নীল, আগুন যেমন হলুদ - তেমন ভাবে।"
"কি আমার রঙ?", ও জানতে চাইল।
ভিক্ষুক বললেন, "করুণা।"
ওর চোখে জল এল।
বললে, "কেউ যদি বলে, মোছো!"
"কোরো উপেক্ষা।"
"কেউ যদি বলে, আমারো চাই এ রঙ?"
"দিয়ো মৈত্রী।"
"কারোর রঙ যদি হয় আমার চেয়েও গাঢ়?"
"হোয়ো আনন্দিত।"

Category