Skip to main content

যে মানুষটা 
রাতের বেলা
 একফালি রান্নাঘরটুকু ধুয়ে মুছে 
    আগামীকালের রান্নার জন্য যা যা দরকার গুছিয়ে
    নিশ্চিন্তে শুতে যায়

যে মানুষটা চারা ধানগাছ লাগিয়ে
   প্রতিদিন সকাল সন্ধ্যা 
       রোদ বর্ষায় 
     মাটির মধ্যে পা ডুবিয়ে 
গভীর আত্মবিশ্বাস নিয়ে দাঁড়ায়

যে মানুষটা 
  সাইকেলের সামনের রডে বসা 
    মেয়েটাকে স্কুলে নামিয়ে
       বাড়ি ফিরে
     দুটো মুখে দিয়ে
           টোটো নিয়ে বেরিয়ে যায় 

যে ভিখারি
  স্টেশানের চত্ত্বরে দাঁড়িয়ে 
    সকালবেলা গভীর শ্রদ্ধায়
       সূর্য প্রণাম করে,
        ভিক্ষার থলি থেকে
           একটা আধুলি প্রণামী বাক্সে রাখে
মা কালীর মন্দিরের সামনে দিয়ে যেতে যেতে

আমি প্রতিদিন তাদের সামনে দাঁড়াই
 হতাশ হতে সঙ্কোচ বোধ করি,
     নিজেকে জিজ্ঞাসা করি -
       এত বিলাসিতা কি 
               সত্যিই আমায় মানায়?

Category