সৌরভ ভট্টাচার্য
5 March 2017
হাত সরিয়ে নাও
বুকের উপর চাপ লাগছে
মাথা তুলে দাঁড়াতে পারছি না
একটু সরে দাঁড়াও
ভালোবাসা মানে তোমরা কি বলো, বুঝি না
আমার ভালোবাসা এক চিলতে বারান্দায় একটু রোদ্দুর
একটু শ্বাস নেওয়ার জায়গা
তোমাদের ভালোবাসা ভীষণ দামী
রাখার জায়গা কই?
তার ওপর সিঁধকাঠি হাতে বসে থাকা চোরের ভয়
কে পাহারা দেবে রাত জেগে?
আমার সারাদিনের শেষে, ক্লান্তিতে খুব ঘুম পায়
তোমরা ভালোবাসো,
অনেক অনেক ভালোবাসো
আমায় ছেড়ে দাও
রোজ বিকালে
ছাদের পুবদিকে শুকনো বাঁশটার উপর একটা দোয়েল এসে বসে
এতক্ষণে এসে গেছে নিশ্চয়
আমি আসি, ও অপেক্ষায় আছে