Skip to main content

চিন্তার আগাছা কিছু ছাঁটতে হবে
অনেকদিন ধরেই ভাবছি
কয়েকটা মুখভার করা শব্দ অভিধানে রাখব না আর
কয়েকটা মই নামিয়ে রাখব এবার
উঠব উঠব করে বসে আছি আকাশের দিকে চেয়ে
পায়ে ঝিঁঝিঁ ধরে গেছে, হাঁটব এবার, ওঠার কথা ভুলে।
কিছু নদীর মুখ ঘুরিয়ে ক্ষেতের দিকে আনতে হবে
আগুন ফাঁদে মারতে হবে কিছু পোকা 
চর্বিত চর্বনের পিক ফেলে ফেলে দেওয়ালটা নোংরা করেছে যারা
তাদের বলব ,কানে তালা লেগেছে আমার
তোমার মন্দিরের ঘন্টায় প্রভুর কানেও তালা 
তোমরা আর এসো না।

তারপর একটা খোলা নৌকায় একলাই ভাসব
কয়েকটা পাখির চোখে চোখ রেখে
খাল নদী পার হয়ে সমুদ্রে পড়বই

Category