সৌরভ ভট্টাচার্য
24 April 2015
একটা ইতস্ততঃ বাঁচা
আগু- পিছু ভাবছে
ভাবতে ভাবতে দু'পা গিয়ে
চার পা ফিরে আসছে
একটা অস্বস্তির হাসি
ঠোঁটের আগায় ঝুলছে
ভাবের ঘরে চুরি-
বুঝছে, তবু করছে
একটা না-ভরসার মানুষ
হাতেতে হাত রাখছে
আঙুলের ফাঁকে জ্বালা জ্বালা
তবু হাত দেখি না ছাড়ছে
সামনে নাকি পিছনে যাবে?
সে নিজেই কি ছাই জানে!
ভাগ্যের হাতে হাল সঁপেছে
ভুতের বেগার খাটছে
মাঝে মাঝেই, হা ঈশ্বর!
কাকে যেন ডাকছে
অন্তর্যামী সাড়া দিলে
ভয়েতে কান ঢাকছে