সৌরভ ভট্টাচার্য
26 August 2020
টবের মধ্যে জল ছিল। সেই জলে আকাশের ছায়া ভাসত। সাদা মেঘ। কালো মেঘ। নীল আকাশ।
মানুষটা খুশী হত।
কেউ একদিন জলে দিল মাটি। মাটিতে দিল বীজ। বীজ থেকে হল গাছ।
মানুষটা বলল, আমার আকাশ হারিয়ে গেল।
সবাই বলল, ছায়া হারিয়েছ, আকাশ না। আকাশ কোনোদিন ওই ক্ষুদ্রপাত্রে ধরা দেয় না।
মানুষটা চুপ করে থাকল, যদিও বুকের মধ্যে কেউ বলল, মিথ্যা কথা।
একদিন সবাই দেখল সেই গাছটায় একটা ফুল হল, যার রঙ আকাশের মত নীল।
মানুষটা বলল, আকাশ সবার গায়েই রঙ মাখাতে চায়, ধরা দিতে চায়, তোমরা তা চাও না।
সবাই বলল, সে দূরের বলে আমাদের তাকে অবিশ্বাস।
মানুষটা বলল, না, সে উদার বলে তোমাদের তাতে সংশয়।