সৌরভ ভট্টাচার্য
17 February 2015
কে বলল, সন্ধ্যা হয়ে গেছে
আমি বললাম, ফিরবে কি?
উত্তর পেলাম না
কে বলল, সন্ধ্যা হয়ে এল
আমি বললাম, আলো জ্বালি?
উত্তর পেলাম না
কে বলল, সন্ধ্যা কি হয় নি?
আমি বললাম, হয়েছে তো
সে বলল
তবে ঘরে ফেরো নি কেন?
আলো জ্বালো নি কেন?
আমি নিরুত্তর রইলাম
কার ফিরে যাওয়ার আওয়াজ শুনতে পেলাম
শুকনো পাতায়
মস্ মস্ মস্
আমি অন্ধকারে দৌড়ে গিয়ে ডাকলাম
ওগো ফিরো না, আমি ফিরছি-
আলো জ্বালছি ঘরে-
এসো... এসো.... এসো..
হাওয়ার মিলিয়ে গেল কথাগুলো
আমার পায়ের শব্দ শুকনো পাতায় এখন
মস্ মস্ মস্