সৌরভ ভট্টাচার্য
6 April 2015
সব সম্পদ সিন্দুকে, লকারে, আলমারীতে রাখা যায় না। কিছু সম্পদ বুকের মধ্যেও সযত্নে রাখতে হয়। বন্ধুত্ব, বিশ্বাস, ভালোবাসা - এ সম্পদ চুরি হয় না, যদি না আমি হারিয়ে ফেলি।
সব ফসল ক্ষেতেই জন্মায় না। কিছু জীবনেও জন্মায়। উপলব্ধির ফসল ছাড়া জীবন রিক্ত। সাধক রামপ্রসাদের সেই বিখ্যাত গান আছে না- 'এমন মানব জমিন রইল পতিত আবাদ করলে ফলত সোনা'।
সব সফলতা টাকা, হাততালিতে মাপা যায় না। কোনো একদিন ডুবন্ত সূর্য্যের দিকে তাকিয়ে তোমার অন্তঃকরণটা যদি হঠাৎ অকারণ ভরে ওঠে, চোখের কোল সিক্ত হয় আপনি, যদি বলতে পারো - ভালোবেসে, আঘাত পেয়ে, কিছু হারিয়ে, কিছু পেয়ে, আমি খুশী, আমি ধন্য, তবে তুমি সার্থক। তুমি সফল। বাজারের দরে তোমার দাম না উঠলেও, তুমি তাঁর সফল সৃষ্টি।