সৌরভ ভট্টাচার্য
4 February 2018
সময়ের মুঠোয় ভাঁজ করা একটা চিঠি পেয়েছিলাম
চিঠির ভাঁজ বরাবর জমেছিল কিছু বালি
তাদের উড়িয়ে দিয়ে
চিঠিটা আবার নতুন করে পড়তে বসলাম
চিঠির ভাঁজ বরাবর জমেছিল কিছু বালি
তাদের উড়িয়ে দিয়ে
চিঠিটা আবার নতুন করে পড়তে বসলাম
পড়তে পড়তে কেন জানি না,
খালি মনে হল
এ চিঠি যেন কোনো এক কালে আমিই লিখেছিলাম
ঠিকানা হারানো
সে চিঠির বুকে কার যেন চাপা কান্না শুনলাম
এতদিন ধরে আমার বলে আমার করে
যা কিছু পেলাম,
তা কি আদৌ পেলাম?
খালি মনে হল
এ চিঠি যেন কোনো এক কালে আমিই লিখেছিলাম
ঠিকানা হারানো
সে চিঠির বুকে কার যেন চাপা কান্না শুনলাম
এতদিন ধরে আমার বলে আমার করে
যা কিছু পেলাম,
তা কি আদৌ পেলাম?
(দাদার লেন্সকাব্য @Samiran Nandy)