Skip to main content
 
সময়ের মুঠোয় ভাঁজ করা একটা চিঠি পেয়েছিলাম
    চিঠির ভাঁজ বরাবর জমেছিল কিছু বালি
তাদের উড়িয়ে দিয়ে
       চিঠিটা আবার নতুন করে পড়তে বসলাম
 
পড়তে পড়তে কেন জানি না, 
     খালি মনে হল
   এ চিঠি যেন কোনো এক কালে আমিই লিখেছিলাম
         ঠিকানা হারানো
সে চিঠির বুকে কার যেন চাপা কান্না শুনলাম
    এতদিন ধরে আমার বলে আমার করে
         যা কিছু পেলাম,
 
             তা কি আদৌ পেলাম?
 
(দাদার লেন্সকাব্য @Samiran Nandy)
 
 

Category