Skip to main content

মন একলা দাঁড়িয়ে সময়-সমুদ্রের সামনে
অনেক কিছু হারিয়েছে এ সমুদ্রে সে
ঢেউয়ের পরে ঢেউ আছড়ে ভেঙেছে তার ঘর
                           কেড়েছে তার সুখ
বুকের পাঁজরগুলোতে করেছে বড় বড় ফাঁক
                           এই সাগরের ঢেউ

মনটা এসে দাঁড়ায় চুপ করে, তাকায় নিষ্ঠুর সমুদ্রটার দিকে
আগে হাঁটু গেড়ে বসে ভিক্ষে চেয়েছে অনেক,
      সময়-সমুদ্র কানে তোলেনি সে কথা।
মন বড় একটা গর্ত করে লুকিয়ে থাকতে চেয়েছে
পারে নি, চোরাস্রোতে ঢুকেছে জল।

আজ উদাসীনের মত দাঁড়িয়ে, এ অনাদি জলধির সামনে
কোথায় নেয় সে সবকিছু?
হঠাৎ মনে হয়, যদি ফিরে আসে একটা ঢেউ, ওপারের এক টুকরো খবর নিয়ে

আসে না      আসে না       আসে না
 
শুধু বালির পাড়ে চলে যাওয়া মানুষগুলোর পায়ের ছাপ
মিলাতেই থাকে, মিলাতেই থাকে, মিলাতেই থাকে

সাগর, আমাকেও ফিরে নেবে ও নিষ্ঠুর বুকে, জানি
এপার থেকে ওপারে আমারও যে জমল ঢের!
সে পারে কিছু দাবী আমারও আছে,
দেব পাড়ি সেই সুখে।

Category