সৌরভ ভট্টাচার্য
13 March 2018
প্রতিবার কাউকে না কাউকে বিদায় জানিয়ে
একলা ফিরে যাই
নিঃশব্দ আকাশ আর নিঃশব্দ মাটির
মাঝখানে
আমার নিঃসঙ্গ নির্জন কোটরে
একলা ফিরে যাই
নিঃশব্দ আকাশ আর নিঃশব্দ মাটির
মাঝখানে
আমার নিঃসঙ্গ নির্জন কোটরে
সকাল গড়িয়ে সন্ধ্যে
সন্ধ্যে গড়িয়ে রাত
রাত গড়িয়ে সকাল
সন্ধ্যে গড়িয়ে রাত
রাত গড়িয়ে সকাল
আমি
কখনও নিজের আড়ালে
কখনও নিজের বাইরে
কখনও নিজের আড়ালে
কখনও নিজের বাইরে
তাকিয়ে থাকি অপলক
কান পেতে থাকি
কখনও ঝিনুকের বুকে
কখনও বাতাসে,
তারা, জল, মাটির সাথে
কিছুটা অন্ধকার আর খানিক আলো মিশিয়ে খেলি
কান পেতে থাকি
কখনও ঝিনুকের বুকে
কখনও বাতাসে,
তারা, জল, মাটির সাথে
কিছুটা অন্ধকার আর খানিক আলো মিশিয়ে খেলি
কখনও শুনি ঝড় আসছে
কখনও শুনি দাবানল লেগেছে কোথাও
তুষারপাত, ভূমিকম্পের খবরও পাই
কখনও শুনি দাবানল লেগেছে কোথাও
তুষারপাত, ভূমিকম্পের খবরও পাই
উদ্বিগ্ন হই
যারা গেল, তারা কি কোনোদিন আমার অতিথি ছিল?
ভাবতে ভাবতে মাটির বুকে নতুন অঙ্কুর
"নিজের থেকে নিজের বিদায় নিতে হবে"
কেউ যেন বলে
সময় হয়েছে,
নাকি আরো কয়েক প্রহর বাকি?
কেউ যেন বলে
সময় হয়েছে,
নাকি আরো কয়েক প্রহর বাকি?