Skip to main content
 
প্রতিবার কাউকে না কাউকে বিদায় জানিয়ে 
    একলা ফিরে যাই
নিঃশব্দ আকাশ আর নিঃশব্দ মাটির
            মাঝখানে
আমার নিঃসঙ্গ নির্জন কোটরে
 
সকাল গড়িয়ে সন্ধ্যে
সন্ধ্যে গড়িয়ে রাত
রাত গড়িয়ে সকাল
 
আমি 
কখনও নিজের আড়ালে
কখনও নিজের বাইরে
 
তাকিয়ে থাকি অপলক
   কান পেতে থাকি
 
কখনও ঝিনুকের বুকে
  কখনও বাতাসে,
তারা, জল, মাটির সাথে
কিছুটা অন্ধকার আর খানিক আলো মিশিয়ে খেলি
 
কখনও শুনি ঝড় আসছে
কখনও শুনি দাবানল লেগেছে কোথাও
তুষারপাত, ভূমিকম্পের খবরও পাই
 
দ্বিগ্ন হই
যারা গেল, তারা কি কোনোদিন আমার অতিথি ছিল?
 
ভাবতে ভাবতে মাটির বুকে নতুন অঙ্কুর
 
"নিজের থেকে নিজের বিদায় নিতে হবে"
কেউ যেন বলে
সময় হয়েছে,
নাকি আরো কয়েক প্রহর বাকি?

Category