Skip to main content

সময়ও সময়কে থেমে দেখে 
এক সময় আলোচনা করে অন্য সময়ের 
কোনো এক সময়ের ঝড়ে ডোবা জাহাজের ভাঙা টুকরো
          খুঁজে পায় আরেক সময় 
   পরখ করে দেখে, 
     মিলিয়ে নেয় মানের অঙ্ক বালিঘড়ির স্রোতের নীচে 
এ সময়ের নাবিক কান পেতে শোনে
        সে সময়ের কোনো হারানো নাবিকের গান বাতাসে
কখনও উদাস হয়, কখনও ঈর্ষায় নিজের পিঠে কশায় চাবুক
        কেউ কেউ মোড় ফেরায় ডুবোপাহাড় থেকে

ভুল ধ্রুবতারারা পুড়ে যায়
  ছাই উড়ে আসে সঠিক ধ্রুবাতারার মুখে
     সেও যায় সরে

সময় কখনও থমকে যায়, চোখ রাখে আশেপাশে
         সময়ের বিচার করা সময় কোনো কোনায় আড়িপাতে 
 ব্ল্যাকবক্স তন্দ্রা ছেড়ে কোন অলক্ষ্য ইশারায় আবার জেগে ওঠে 
     সব সময় অবশেষে শূন্যগর্ভ থেকে জেগে এ সময়ে বাসা চেয়ে ফেরে

Category