সৌরভ ভট্টাচার্য
3 October 2014
একটা আস্ত সকাল সেজে গুজে সামনে এসে দাঁড়াল,
বলল, তাকাও একবার আমার দিকে।
আমি ব্যস্ত ছিলাম আপন কাজে।
বললাম, এখন না, পরে।
সে একমুঠো আলো আমার মুখে চোখে ছড়িয়ে
দিয়ে বলল,
তাই নাকি! তা আমি না আসলে তোমার পরটা
কি করে হবে শুনি?
চমকে গেলাম, তাই তো!
বললাম, আহা চটো কেন,
এই তো তাকালাম তোমার দিকে,
সত্যি কি সুন্দর তুমি!
সে হেসে পড়ল দশ দিক লুটিয়ে
বলল, কত ঢঙ জানো বাপু তোমরা!
(ছবিঃ সুমন দাস)