Skip to main content


সত্যে মিথ্যায়
আলোতে আঁধারে
   জড়ানো চিরটাকাল
ছিল, আছে, থাকবেও

কিছু মানুষ চীৎকার করে ধূলো উড়াবে
বিভ্রান্ত করবে 
    তাদের আছে উদ্দেশ্যের দায়
এরাও আছে চিরটাকাল, থাকবেও

কোনো উদ্দেশ্য রেখো না 
  মহৎও না, ক্ষুদ্রও না
দেখবে সত্যের কোনো উদ্দেশ্য নেই
সুন্দরের নেই কোনো দাবী, তিলমাত্রও

চোখে লাগবে জলের ঝাপটা
    তাকাও এবার, দেখো-
             সবই কেমন সোজা সাপটা

Category