Skip to main content


লোকটা দিনের পর দিন, মাসের পর মাস দেওয়ালটায় ঘুঁষি মেরে চলেছে। সে জানে দরজা আছে, তবু দরজার ছিটকিনি খুলে বাইরে যাবে না। সোজা পথে, সহজে যেতে তার নাকি লজ্জা লাগে, অহংকারে লাগে।

অবশেষে লোকটা দেওয়াল ভেঙে, হাত গুঁড়ো করে বাইরে এলো। 
 
এসে এবার সে পড়ল বিপদে। পথ কই? পথ তো ছিল দরজার সামনে। 

এবার সে ধরল অপথ, অপথ মাঝে মধ্যে বিপথে নিয়ে যায়, সে জানে। তবু লোকটা সে পথই নিল লক্ষ্যে পৌছাবে বলে। 

সোজা পথে, সহজে যেতে তার অহং-এ লাগে, এখনো লাগে।