Skip to main content


সবার শেষে একজন মানুষই দাঁড়িয়ে থাকে,
বিধ্বস্ত, শ্রান্ত,
তবু সামনের দিকে তাকিয়ে।

সবার শেষে কিছু বিশ্বাসের আত্মা আবার দেহ খোঁজে,
নতুন ধর্মে, নতুন মতে।

সবার শেষে কিছু নিহত ভালোবাসা তুষারপাত হয়ে ঝরে
নিঃসঙ্গতার অরণ্যে।

সবার শেষে কিছু কান্নার আওয়াজ সঙ্গীতের মূর্ছনা হয়ে ফেরে
কাল থেকে মহাকালে।

সবার শেষে হতাশার ঠাণ্ডা শরীরে উষ্ণতা আনে
একটা শিশুর কোমল স্পর্শ।

সবার শেষে কিছু ঘুম ভাঙা স্বপ্ন আসে
সুদূর আলপথ পেরিয়ে
নতুন বীজ বুনতে।

Category