Skip to main content

কালের আগুনে পুড়ছি সবাই
  আমি তুমি সে
পুড়তে পুড়তে হচ্ছি ক্ষয়
    প্রতিদিন একটু করে রোজ

ছাই হয় না তবু সব
   পোড়ানো যায় না কিছুতেই
    নাভিকুণ্ডের মত অদাহ্য –
               আলোককুণ্ড প্রেম
তাই কাল পোড়ায় না
   বুদ্ধ সক্রেটিস খ্রীষ্ট চৈতন্য

কালের আগুনে পুড়ছে সব
   পুড়ছে ইতিহাস দাবানলের মত
  এত লেখা, এত ছবি, এত গান
     কালের আগুনে হচ্ছে ছাই
  প্রতিদিন একটু করে রোজ

তবু হয় না ছাই, কালের আগুনে কিছু
  পোড়ানো যায় না কিছুতেই
মানুষের আত্মা ছোঁয়া জাগরণের ভাষা
  তাই কাল পোড়ায় না
সামগান অজন্তা মোৎজার্ট রবীন্দ্রনাথ

Category