Skip to main content
ache

আছে। সব আছে। কিচ্ছু হারায়নি। সব আছে। আছে আছে আছে।

    এই মন্ত্র। এই মন্ত্রেই সুখ। এই মন্ত্রেই মুক্তি। এই মন্ত্রেই বুক ভরে শ্বাস। এই মন্ত্রেই সংসার লোভের চাইতে বড়। এই মন্ত্রেই আনন্দ সুখের চাইতে মহার্ঘ্য। এই মন্ত্রেই জীবন মৃত্যুর চাইতে বড়। এই মন্ত্রেই সকাল রাতের চাইতে প্রাণবন্ত। এই মন্ত্রেই ভালোবাসা সমুদ্রের মত প্রশান্ত। এই মন্ত্রেই আশা আলোর মত উজ্জ্বল।

    ওই যে দিগন্তরেখা, দেখা যায়, কিন্তু পার হয়ে যাওয়া যায় না। যে বলে সেখানে পৌঁছানো যায় না বলেই ও মিথ্যা, সে শুধু নিজের পায়ের মাপটুকু জানে, দু চোখ মেলে দেখার সুখটুকুকে যায় এড়িয়ে। তাই তার "নেই", আসলে নেই এর মতই মিথ্যা।