সৌরভ ভট্টাচার্য
17 November 2018
স্নেহ, একটা বেড়া ঘেরা ভালোবাসা। করুণা, চাষের জমিতে খালকাটা ভালোবাসা। এর একটাও যদি না থাকে, তবে একা না থাকাই ভালো। অন্যের বেড়ার মধ্যে অথবা অন্যের খালের কাছাকাছি থাকাই নিরাপদ। নইলে শরীর ভীষণ আঁশটে ভাষায় কথা বলে। তাতে যত না নিজের বিপদ, সমাজের বিপদ আরো বেশি।
কেন বললাম, রাস্তায় অনেকগুলো বাচ্চা মেয়েকে হাত ধরাধরি করে যেতে দেখলাম। বুকটা ছ্যাঁত করল। বাকিটা বোঝোই তো।