সৌরভ ভট্টাচার্য
2 July 2016
জলের নীচে বুদবুদ
একটা দুটো তিনটে
তাতে প্রতিচ্ছবি
এর ওর তার
উপরে উঠে ফেটে যাবে
হাওয়ার সাথে মিলিয়ে যাবে
কিছু গাছ, কিছু ফুল, কিছু কথা
মাটির উপরে রোদ বসে পোয়াবে
তুমি ওদের গল্প শুনে বুঝবে
ওরা ওই বুদবুদের গল্প বলছে
তুমি চিনতে পারবে
বলতে পারবে না
ওরা বুদবুদ না এখন
ওরা মিলিয়ে যাওয়া হাওয়া
হাওয়া কারোর মুঠোর না
তোমার মুঠোও আলগা করো
ওরা উড়ে যাক