Skip to main content


হাস্পাতালের কোলাহলে
  বছর তিনেকের বাচ্চা 
  মায়ের কোলের নির্জনতায়
মানুষের বানানো বোমার আঘাতে 
       মানুষের বানানো ব্যথা কমানোর ওষুধে
                             আচ্ছন্ন

মা ঈশ্বরকে ডাকছে
  মানুষের বানানো ঈশ্বর
    মানুষের বিসর্জনে আহত

সে ঈশ্বর বহুযুগ হল মনুষ্যত্ব খুঁজছেন 
   পাহাড়ের উপরে 
          ঝরণার ধারে
                পাগলাগারদে
     মায়ের ডাকে সাড়া দেবেন বলে

Category