সৌরভ ভট্টাচার্য
23 October 2018
হাস্পাতালের কোলাহলে
বছর তিনেকের বাচ্চা
মায়ের কোলের নির্জনতায়
মানুষের বানানো বোমার আঘাতে
মানুষের বানানো ব্যথা কমানোর ওষুধে
আচ্ছন্ন
মা ঈশ্বরকে ডাকছে
মানুষের বানানো ঈশ্বর
মানুষের বিসর্জনে আহত
সে ঈশ্বর বহুযুগ হল মনুষ্যত্ব খুঁজছেন
পাহাড়ের উপরে
ঝরণার ধারে
পাগলাগারদে
মায়ের ডাকে সাড়া দেবেন বলে