Skip to main content
শিশুদিবস


        আজ এই প্রথম ১৪ই নভেম্বর আমার কাছে শিশুদিবস নয় শুধু। ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুর জন্মদিন। আমার সশ্রদ্ধ প্রণাম।
        বয়েস হচ্ছে, এখন পছন্দ আর অপছন্দের বাইরে এসে ক্রিটিকাল দৃষ্টিভঙ্গী থেকে দেখার সাহস, আত্মবিশ্বাস, অভিজ্ঞতা বাড়ছে। সিলেবাসের ইতিহাসের বাইরে গিয়ে নানা জ্ঞানী-গুণী জনের লেখা ইতিহাসের অক্ষরগুলোর সাথে পরিচয় হচ্ছে। সাথে সেই সময়ের। 
        আজ যে সেক্যুলার, বিজ্ঞান আনত শিক্ষাব্যবস্থার মধ্যে দিয়ে বড় হয়েছি তা অনেকাংশে হত না এই মানুষটা ভারতের প্রথম রূপকার না হলে। বিজ্ঞান আর বিজ্ঞানমনস্কতাই যে ভারতকে সামনের দিকে নিয়ে যাবে, ধর্ম-অতীন্দ্রিয়বাদ-পরলোকচর্চা-অদৃষ্টবাদ যে দেশটার মেরুদণ্ড প্রায় এক্কেবারে শেষ করে দিয়েছে, এ কথা সেদিন The discovery of India আর An Autobiography তে ওনার মত স্পষ্ট করে আর কেউ বলেছে বলে আমার অন্তত চোখে পড়েনি।

"I am convinced that the methods and approach of science have revolutionized human life more than anything else in the long course of history, and have opened doors and avenues of further and even more radical change, leading up to the very portals of what has long been considered the unknown. The technical achievement of science are obvious enough: it's capacity to transform an economy of scarcity into one of abundance is evident, it's invasion of many problems which have so far been the monopoly of philosophy is becoming more pronounced"

        রাজনীতিতে সর্বজনসম্মত মান্যতা পাওয়া সম্ভব নয়। কাজ করা আর কাজের পরিকল্পনা করা - এর মধ্যে দুস্তর পার্থক্য। কালিদাস নাগ মহাশয় যখন রবীন্দ্রনাথ আর মহাত্মার মতের পার্থক্যতে কাউকে শ্রেষ্ঠ প্রমাণ করতে চাইছেন, তখন রোমা রোলা এই কথাটাই বোঝাতে চেয়েছিলেন যে, দুজনেই ঠিক, কিন্তু মনে রাখবেন একজন পুরোদস্তুর জনসাধারণের মধ্যে নেমে কাজ করছেন, তাই ক্ষেত্র মাথায় রেখে তুলনা হোক।
        আজও ভারতকে চিনতে 'ডিসকভারি অব ইন্ডিয়ার' মত নিরপেক্ষ, বাস্তবসম্মত কোনো বই আমি পড়িনি। কিন্তু রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ধোঁয়াশাটা কাটতে সময় লাগল। আমি গান্ধীয়ান, টেগোরিয়ান, নেহেরুইয়ান, সনাতনিয়ান কোনোটাই নই। কোনো একটা নির্দিষ্ট খোপে বসে, "এরা ভালো ওরা খারাপ, এরা আমাদের ওরা অন্যের" - এ সব বলার বয়েসটাও পেরিয়েছি। তাই আজ সত্যিই নিজেকে অনেকটা ভারমুক্ত লাগছে, স্বচ্ছতায়। "আলোকে যে লোপ করে খায় সেই কুয়াশা সর্বনেশে"। আজ যে সংকটের সামনে একটা গোটা দেশ, এই মানুষটাকে আরেকবার ভালো করে পড়ে দেখার সময় এসেছে বলে আমার মনে হয়।