Skip to main content
বুকের ঘরে সবাই আছে
চিন্তার ছাদে একা
নামা ওঠার সিঁড়িও আছে
তাতেই বাঁচতে শেখা।