Skip to main content

দৃষ্টির সীমারেখা
   ভালোবাসার সীমারেখা না

এটা বুঝতে -

একফালি চাঁদ
    সময়ের এক টুকরো মাটি
        চিতাশ্রয়ী ভালোবাসা লাগে

ছোঁয়ার সীমারেখা
    ভালোবাসার সীমারেখা না

এটা বুঝতে -

একরাত কালো অমাবস্যা
   জুঁইয়ের স্মৃতিচেরা মসৃণ ধার
      চোরাবালি বুক ভালোবাসা লাগে

Category