সৌরভ ভট্টাচার্য
17 March 2016
এ কোন দরজা খুলে গেল!
সারাটা আকাশ তীর্থরেণু মেখে
আমার সামনে দাঁড়াল
মেঘের আঁচল ঢাকা কার কোমল স্নেহ
আমার বুকে এসে আলতো ছুঁয়ে
চুমু দিয়ে গেল
আমি কার গোপন চরণধ্বনিতে বিহ্বল
ওগো, কে তুমি ভেলা ভাসালে?
আমার ঘর দমকা হাওয়ায় এলোমেলো
তবে কি আমার অভিসারের লগ্ন এলো?
(ছবিঃ সমীরণ নন্দী)