Skip to main content

ফুল গাছকে বলে, 
     তুমি বৃন্ত অবধি এসে থেমে যাও
বাকিটুকু আমি বানিয়ে নেব
          আমার মত করে

ভালোবাসা বাস্তবতাকে বলে
     তুমি শব্দ সাজিয়ে ফিরে যাও
 মানে আমি বানিয়ে নেব
           আমার মত করে

Category