সৌরভ ভট্টাচার্য
12 April 2016
সীমা মানে লক্ষণরেখা না তো!
সীমা মানে নিজের বুক ভরে
নিজের মত বাতাস নিতে পারা
সীমা মানে পাথর তোলা পাঁচিল না তো!
সীমা মানে দু'চোখ ভরে
আমার মত আকাশ দেখতে পারা
সীমা মানে শিকল না তো!
সীমা মানে জীবনকে আমার
সুখে দুঃখে কোলে তুলে নিয়ে হাঁটা
সীমা মানে বঞ্চনা না তো!
সীমা মানে আমার তৃষ্ণাকে
আমারই আঁজলার জলে নির্বাণ করা
সীমা মানে সংঘর্ষ না তো!
সীমা মানে নিজেদের স্পষ্ট দেখা যায়
এমন দূরে প্রসন্ন দাঁড়িয়ে থাকা
সীমা মানে খণ্ডিত না তো!
সীমা মানে ওগো অসীম
তোমার প্রেমে তোমারই ইচ্ছায় সাজা