সৌরভ ভট্টাচার্য
4 July 2016
'তবু আমার শীর্ন দেহে ধরেছে তোমার রঙ'
নদী এই বলে তাকালো আকাশের দিকে
আকাশ অনন্ত চোখে তাকালো নদীর মুখের দিকে
তখন দিনান্তের রঙ সারা আকাশ বিছিয়ে
নদীর ছলছল চোখে যে তৃষ্ণা
সে তৃষ্ণা সন্ধ্যাকাশের আকুল আকাঙ্খায়
মহাকাশের দিকে তাকিয়ে
অনন্তকাল ধরে
অসীম চিরকাল ধরা দিতে চায় সসীমের বুকে
নিজেকে রূপের মধ্যে দেখবে বলে
সসীম চিরকাল নিজেকে হারাতে চায় অসীমে
আকাশকে সীমা করবে বলে
এই দ্বন্দ্বের মিলনকে বলে সন্ধ্যা
সসীমের সীমা যেখানে অস্পষ্ট
মিলনের যন্ত্রণার মাধুর্য যখন মেঘ গলা রঙে
(ছবিঃ সমীরণ নন্দী)