Skip to main content


আমি সৌভাগ্য আর দুর্ভাগ্যকে পাত্তা দিই না
পাত্তা দিলেই ওদুটো মাথায় চড়ে বসে।


আমি শুধু দেখি, যে পা-টা তুলেছি ফেলার জন্য
সেই পা-টাই তুলতে চেয়েছিলাম কি না।
আর দেখি যেখানে পা-টা রাখছি
সেখানেই পা-টা রাখতে চেয়েছিলাম কি না।


তারপর আর ভাবি না,
পা-টা রাখার পর যা হয় হোক।

Category